ভার্চুয়াল হাটেও নজরদারি বাড়ানোর দাবি

১৯ জুলাই, ২০২০ ১৮:৫১  
প্রথমবারের মতো জমজমাট হয়ে ওঠা ভার্চুয়াল পশুর হাটে যাতে কোনো প্রতারণার ঘটনা না ঘটে সে বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে অনলাইনে ভূয়া ব্যবসায়ী ও প্রতারণাকারীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার। রোববার (১৯ জুলাই) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক ওয়েবিনারে এই দাবি অনুষ্ঠিত হয়। ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদের সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে অনলাইনে কোরবানির পশু বেচাকেনা কার্যক্রম বাড়ানোর জন্য জনগণের মাঝে জনসচেতনতা বাড়ানোর প্রস্তাব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যাপক ড. জিয়া রহমান। এসময় ই-ক্যাব-এর সভাপতি শমী কায়সার বলেন, ‘চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে যাদের ইন্টারনেট সংযোগ রয়েছে, তাদের মধ্যে প্রায় ২২ শতাংশ মানুষ অনলাইনের কেনাবেচা কার্যক্রমে নিয়োজিত ছিল, তবে করোনায় এ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। তিনি আসন্ন কোরবানির ঈদে অনলাইনে পশু কেনাবেচার জন্য ‘ডিজিটাল হাট’ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এবং স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনতে ভূমিকা রাখবে।’ বক্তব্যে অনলাইনে ভূয়া ব্যবসায়ী ও প্রতারণাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ভার্চুয়াল এই বৈঠকে বাংলাদেশ দোকান মালিক সমিতি-এর সভাপতি ও এফবিসিসিআই-এর প্রাক্তন সহসভাপতি মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ ট্যার্নাস অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান মো. শাহীন আহমেদ, ঢাকা চেম্বারের পরিচালক ইঞ্জিনিয়ার মো. আল আমিন, ডিসিসিআই সহসভাপতি মোহাম্মদ বাশিরউদ্দিনসহ আরও অনেকেই সংযুক্ত ছিলেন।